ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করা সহ-৪দফা দাবিতে আদায়ে- সারাদেশের ন্যায় জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে-
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে- বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে- বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ,সহ-সভাপতি মতিউর রহমান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে এ ৪দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এ যৌক্তিক দাবি মানা না হলে পরবর্তীতে ঔষধ ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।