ঢাকা | রবিবার
১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪দফা দাবিতে জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালিত 

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, সরকার কর্তৃক ঔষধের মূল্য নির্ধারণ করা সহ-৪দফা দাবিতে আদায়ে- সারাদেশের ন্যায় জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন কর্মসূচি পালন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে- 

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে-  বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে- বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি জয়পুরহাট জেলা শাখার সভাপতি রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ,সহ-সভাপতি মতিউর রহমান মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে এ ৪দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এ যৌক্তিক দাবি মানা না হলে পরবর্তীতে ঔষধ ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন