জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ৭ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় লাইনচ্যুতির এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর – সান্তাহার রেলপথের জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা- খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বিভিন্ন আন্তঃনগর ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন ।পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ক্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর- বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ লাইনের (পথের) রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বাংলাদেশ রেলওয়ের পরিবহন ব্যানিজিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন