ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ থেকে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদ-উল-আজহা উপলক্ষে আজ বুধবার (২১ মে) থেকে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট ক্রয় করতে পারছেন। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

আগামী ৭ জুন ঈদ-উল-আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের ন্যায় এবারও ঈদের আগে ৭ দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

এদিকে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মের টিকিট বিক্রি হচ্ছে আজ ২১ মে। আগামী ১ জুনের বিক্রি হবে ২২ মে। ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে। ৩ জুনের বিক্রি হবে ২৪ মে। ৪ জুনের বিক্রি হবে ২৫ মে। ৫ জুনের বিক্রি হবে ২৬ মে। আর ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

রেলপথ মন্ত্রালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন, ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের আসন সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন