জয়পুরহাটের খঞ্জনপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে অনুমোদনহীন একটি চক্ষু ক্লিনিক বন্ধ ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার রাত সাড়ে ১০ টায় সদরের পৌর এলাকার খঞ্জনপুর নামক স্থানে ডা. বিপুল চন্দ্র মন্ডলের মালিকানাধীন একটি বেসরকারি চক্ষু চিকিৎসা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রেজিষ্ট্রেশন এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, অনুমোদনবিহীন ও স্বাস্থবিধি অনুসরণ না করে প্যাথলজি পরিচালনা সহ ১জন চিকিৎসক এর প্যাডে ভিন্ন ১জন চিকিৎসক ব্যবস্থাপত্র প্রদানের অপরাধ সংঘটিত হওয়ার সত্যতা প্রমানিত পাওয়ায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর পৃথক পৃথক অভিযোগে ০১ জন চিকিৎসক কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ঐ চক্ষু ক্লিনিকের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অনুমোদনহীন ল্যাব কে স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন।




