‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি।’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে আন্তর্জাতিক নার্সিং দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউট চত্বর থেকে বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষক(ইনস্ট্রাক্টর) ও শিক্ষার্থীদের অংশগ্রহণে- একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নার্সিং ইন্সটিটিউট চত্বরে গিয়ে শেষ হলে সেখানে- নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ ইন্সট্রাক্টর- মোছাঃ আকলিমা খাতুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মুজিবুর রহমান ফাউন্ডেশন নার্সিং কলেজের প্রিন্সিপাল দেওয়ান মুর্শিদা, গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রেশমা খানম,কছিমুন্নেসা নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মাহফুজা বেগম এবং আমেরিকা – বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মেরি গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- নার্সিং একটি পেশা নয়, সেবা । তাই এ ধারায় নার্সিং সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের আদর্শ গ্রহণ করতে হবে।
তারা নার্সিং শিক্ষা ও নার্সিং পেশায় জড়িত সকল শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ধারণ করে সেবার মানসিকতায়- নার্সিং শিক্ষার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিংগেল এর আদর্শ কে মনে প্রাণে লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।