জয়পুরহাটে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্সের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ৩টায় জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জেলা টাস্কফোর্সের সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিপুল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন বিষয়ক জেলা টাস্কফোর্সের সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাইমেনা শারমিন, সহকারি কমিশনার আব্দুর রউফ, উজ্জল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
সভায় জানানো হয়, মাদকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন আইনে জেলার বিভিন্ন স্থানে ১৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব ভ্রাম্যমান আদালতের মধ্যে ৭টিতে ৩ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগামীতে বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মাদকদ্রব্যের কুফল সর্ম্পকে জানানো হবে ও সচেতনতা বৃদ্ধি করা হবে। এসব কার্যক্রমে সমাজের সকল শ্রেণী-পেশার জনসাধারনকে সম্পৃক্ত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।




