বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
বুধবার (২৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির আয়োজনে অনুষ্ঠিত এক ফোকাস গ্রুপ আলোচনায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “দেশের চলচ্চিত্রের একটি বৃহৎ বাজার রয়েছে। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে বিএফডিসিসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও জানান, বিএফডিসির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটির প্রতি আগ্রহের কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “এই অত্যাধুনিক ফিল্ম সিটির কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “শুটিং কার্যক্রম আরও কার্যকর করতে বিএফডিসির বিদ্যমান অবকাঠামোর সংস্কার প্রয়োজন।” পাশাপাশি তিনি কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটির সৌন্দর্য বৃদ্ধিতেও মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, “বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও বিএফডিসি কাজ চালিয়ে যাচ্ছে। এর সংস্কার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সহযোগিতা প্রয়োজন।”
ফোকাস গ্রুপ আলোচনায় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই অংশগ্রহণ করেন। আলোচনা সভায় চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নিয়ে মতবিনিময় করা হয়।