ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে আগামী ১মে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন উপলক্ষে- এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে- জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সরকার মে দিবসকে ‘কালার ফুল’ করে পালনের নির্দেশ দিয়েছেন। সুতরাং দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভাবে- মহান মে দিবস পালন করতে হবে।

সে লক্ষে সভায় স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে- ওই দিন (আগামী ১মে) সকাল ৯টায়- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শ্রমিকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি করা হয়।

এ সভায় জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন,রিক্সা শ্রমিক ইউনিয়ন, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, সহ জেলার সকল শ্রমিক সংগঠনের এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন