ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে ১৫ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

জয়পুরহাটে জেলা পরিষদের উদ্যোগে ২০২৩-২৪অর্থবছরের এডিপি’র অর্থায়নে- জেলার বিভিন্ন কলেজের বাছাইকৃত শিক্ষার্থীদের ১৫দিনব্যাপি এক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে জয়পুরহাট জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে – জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন কলেজের ২০জন বাছাইকৃত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন