জয়পুরহাটে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ – জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ‘জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে- জেলা সিভিল সার্জন ডাক্তার আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন ও সাংবাদিক আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।
এ সভায় জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি সহ জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়া করণ ও খাদ্য ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।