ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে পৌর মার্কেটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের কমপ্লিট সাটডাউন কর্মসূচী পালন

জয়পুরহাটে পৌর মার্কেটের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের কমপ্লিট সাটডাউন কর্মসূচী পালন

জয়পুরহাট পৌর সভার নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ও দোকানের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ৩ ঘন্টাব্যাপী কমপ্লিট সাটডাউন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে মার্কেটের ব্যবসায়ীরা।

জয়পুরহাট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টায় মার্কেটের ব্যবসায়ীরা শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জড়ো হয়। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এরপর ব্যবসায়ীরা বেলা ১টা পর্যন্ত প্রায় ২ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করেন।

এদিকে এ কর্মসূচি আওতায় সকাল ১০টা থেকে পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ও দোকান দুপুরে একটা পর্যন্ত বন্ধ রাখা হয়।

অবস্থান র্কমসূচীতে বক্তব্য রাখেন মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র সহ অন্যান্যরা।

পরে ব্যবসায়ীদের একটি দল জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সাথে সাক্ষাৎ করে তার নিকট দোকান ভাড়া কমিয়ে পুনঃ নির্ধারণের লিখিত আবেদন জানান।

সংবাদটি শেয়ার করুন