ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাটকীয়তার পর বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে হারলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর বাংলাদেশের বিশ্বকাপ টিকিট ভাগ্য ঝুলে গিয়েছিল থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ওপর।

থাইল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। অর্থাৎ,বিশ্বকাপ নিশ্চিত করতে ওয়েস্ট ইন্ডিজকে এখন ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে হবে। নেট রান রেটে বাংলাদেশকে টপকাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে এই ১৬৭ রান অতি দ্রুত করতে হবে। হিসাব অনুযায়ী,তাদের নেট রান রেটে বাংলাদেশকে ছাড়িয়ে যেতে প্রায় ১০ কিংবা ১১ ওভারের মধ্যেই লক্ষ্য পূরণ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজ যদি ১০ ওভারের মধ্যে জিততে পারে বা স্কোর সমান হওয়ার পর চার মেরে ১০.৪ ওভারের মধ্যে অথবা ছক্কা মেরে ১১ ওভারের মধ্যে এই রান তাড়া করে জিততে পারতো তবে নেট রান রেটে তারা বাংলাদেশকে পেছনে ফেলে বিশ্বকাপে চলে যেত।

সংবাদটি শেয়ার করুন