জয়পুরহাট পৌরসভার উদ্যোগে আমতলী ইমু ডায়াগনস্টিক সেন্টার হতে স্বাধীনের মোড় পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোঃ সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোঃ সবুর আলী জানান, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জয়পুরহাট পৌরসভার তত্বাবধানে কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় দেড় কিঃমিঃ রাস্তাটি ঢাকার এস,এম এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছে। পৌরসভার এ কাজটিতে ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ৯০ হাজার ৮৮৬ টাকা। এ কাজটি সমাপ্ত হলে এ এলাকার হাজার হাজার লোকের চলাচলের পথ সুগম হবে।