ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

জয়পুরহাট পৌরসভার উদ্যোগে আমতলী ইমু ডায়াগনস্টিক সেন্টার হতে স্বাধীনের মোড় পর্যন্ত প্রায় দেড় কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় এ কাজের উদ্বোধন করেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোঃ সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোঃ সবুর আলী জানান, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় জয়পুরহাট পৌরসভার তত্বাবধানে কোভিড-১৯ প্রকল্পের আওতায় প্রায় দেড় কিঃমিঃ রাস্তাটি ঢাকার এস,এম এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান পেয়েছে। পৌরসভার এ কাজটিতে ব্যয় ধরা হয়েছে ৬৮ লাখ ৯০ হাজার ৮৮৬ টাকা। এ কাজটি সমাপ্ত হলে এ এলাকার হাজার হাজার লোকের চলাচলের পথ সুগম হবে।

সংবাদটি শেয়ার করুন