নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা, ধ্বংসযজ্ঞ ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে- সারা দেশের ন্যায় জয়পুরহাটে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে- ছাত্র জনতার এক বিশাল বিক্ষোভ পদযাত্রা (মার্চ) বের করা হয়।
পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে- জিরো পয়েন্টের সামনে ফিরে এলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ বক্তব্য রাখেন।
সেখানে অন্যান্যের মধ্যে- জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এএসএম মোশ্বাশির আলী, সহ-সংগঠক রিসালাত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারজান হোসেন, মুখ্য সংগঠক মোহাম্মদ তাহসান আহমেদ নাহিদ, জেলা খেলাফত মজলিস নেতা আনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন কবিরাজ, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আমির হামজা , জেলা এবি পার্টির আহ্বায়ক সুলতান শামসুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।