ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষককে সভাপতি করে ক্রীড়া চক্রের কমিটি

ধর্ষণ মামলার প্রধান আসামীকে সভাপতি করে গাজীপুরের একটি সামাজিক সংগঠনের কমিটি অনুমোদন হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়নের চিনাডুলী গ্রামের জনপ্রিয় সামাজিক ও খেলাধুলা বিষয়ক সংগঠন শীতলক্ষ্যা ক্রীড়া চক্র। এই সংগঠনের নবগঠিত কমিটিতে জনৈক মেজবাহ উদ্দিন নামে এক ব্যক্তিকে সভাপতি করা হয়েছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ মধ্য বয়সী এক নারীকে ধর্ষণ করার অভিযোগে মেজবাহ উদ্দিন ওরফে রাজুর বিরুদ্ধে জয়দেবপুর থানায় ধর্ষণ মামলা (মামলা নম্বর-১০৩, তারিখ-২৩ অক্টোবর; ২০১৬) দায়ের হয়। মামলা থেকে বাঁচতে ২৫ লাখ টাকায় ধর্ষণের শিকার নারীর সাথে রফাদফা করারও অভিযোগে আছে এই ধর্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত মেজবাহ উদ্দিন ওরফে রাজু গাজীপুর জেলার তরগাঁও ইউনিয়নের বাগিয়া গ্রামের মৃত. সোবহান সরকারের ছেলে বলে জানা গেছে।

শীতলক্ষ্যা ক্রীড়া চক্রের নবগঠিত কমিটি প্রকাশ্যে আসার পর সংগঠনের অন্যান্য সদস্যরাসহ স্থানীয়রা কিমিটি প্রত্যাহার চেয়েছেন। তাদের অভিযোগ একজন যৌন নিপিড়ক ও ধর্ষণ মামলার আসামী কি করে একটি সামাজিক সংগঠনের সভাপতি পদে বসতে পারে? যার মধ্যে নৈতিকতার কোন বালাই নেই এমন এক ব্যক্তির হাত ধেরে সামাজিক কর্মকান্ড পরিচালিত হবে এটা কোনভাবেই মেনে নেওয়ার মত নয়। এছাড়াও মেজবাহ উদ্দিন ওরফে রাজু পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। ফ্যাসিস্ট এর পতনের পর মেজবাহ উদ্দিন রাতারাতি বিএনপি ছাঁয়াতলে এসে নিজেকে প্রতিষ্ঠিত করা জন্য শীতলক্ষ্যা ক্রীড়া চক্র সংগঠনকে ব্যবহার করছে।

অপর দিকে ধর্ষক মেজবাহ উদ্দিনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের দাবী বিগত সাড়ে ১৬ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু নেতাকর্মীকে আওয়ামী লীগের নির্যাতন, হামলা-মামলার শিকার হতে হয়েছে। দিনের পর দিন গ্রেপ্তার এড়াতে স্ত্রী-সন্তান, বাবা-মাকে ছেড়ে যাযাবর জীবন যাপন করতে হয়েছে। একই সাথে আওয়ামী সন্ত্রাসী ও তৎকালীন আওয়ামী পুলিশ থেকে বাঁচতে কবরস্থানসহ মাঝ নদীতেও রাত্রিযাপন করেছে নেতাকর্মীরা। অথচ ৫ আগস্টের পর থেকে আওয়ামী হাইব্রিডরা বিএনপি ছাঁয়াতলে এসে ত্যাগীদের লাঞ্চিত করছে। ওইসকল হাইব্রিডদের মধ্যে মেজবাহ উদ্দিন রাজুও অন্যতম। এখন প্রশ্ন উঠেছে মেজবাহ উদ্দিন আসলে কার? কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপি। তার ও তার পারিবারিক চরিত্র নিয়ে অনেকেই নানা ধরণের প্রশ্ন ছুড়ছে।

সংবাদটি শেয়ার করুন