ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় হামলা চালাতে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ জনকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের বিমান বাহিনীর পাইলট, অফিসার এবং একাধিক সৈন্যসহ প্রায় ৯৭০ জন একটি চিঠি দিয়েছিল। এবার সেই চিঠি থেকে নিজেদের স্বাক্ষর প্রত্যাহার করে না নিলে তাদের চাকরি থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েলি এয়ার ফোর্সের কমান্ডার। বুধবার তাদের এমন হুমকি দেয়া হয়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহ

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চিঠি পাওয়ার পর ইতোমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমানবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা। তারা জানিয়েছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন, কেবল তারাই বাহিনীতে থাকবেন।

তবে হুমকি দেয়া সত্ত্বেয় মাত্র ২৫ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে। এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।

ইসরায়েলের বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও একই বক্তব্য। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন যে, গাজায় সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের গদি টেকানো।

সংবাদটি শেয়ার করুন