ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তামিমের পর অসুস্থ হয়ে হাসপাতালে আম্পায়ার সোহেল

বুধবার (৯ এপিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ। যেখানে আম্পায়ারিং করার কথা ছিল গাজী সোহেলের। তবে শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি তিনি। ম্যাচ শুরুর আগে অসুস্থতা বোধ করলে বিকেএসপির হাসপাতালে নেওয়া হয় তাকে। তার পরিবর্তে রিজার্ভ আম্পায়ার বর্তমানে খেলা পরিচালনা করছেন।

আম্পায়ার্স কমিটি সূত্রে জানা গেছে, অসুস্থ বোধ করায় গাজী সোহেল দ্রুত বিকেএসপির হাসপাতালে যান। সেখানে তার রক্তচাপ ও পালস পরীক্ষা করা হয়। রক্তচাপ স্বাভাবিক থাকলেও পালসের গতি কিছুটা বেশি থাকায় তিনি অস্বস্তি অনুভব করছিলেন। তবে সর্বশেষ খবর অনুযায়ী, গাজী সোহেল এখন ভালো আছেন।

দেশের ক্রিকেটে বেশ পরিচিত মুখ আম্পায়ার গাজী সোহেল। আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন