ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে সারাদেশে ৭২ জন গ্রেপ্তার

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে খুলনায় ৩৩ জন ছাড়াও সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ মার্চ) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওইদিন বিক্ষোভের শেষদিকে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের কয়েকটি শহরে বাটা শো-রুম, কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন