বিশ্বের ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস অ্যাকর্ডস’ এ যুক্ত হলো বাংলাদেশ। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলা চারদিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (০৮ এপ্রিল) এ বিষয়ে চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে যুক্ত হলো বাংলাদেশ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন এ চুক্তিতে সই করেন। এসময় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা (স্পারসো) এবং নাসার প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে সই করেন।
এ বিষয়ে বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের প্রেস ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, বিশ্বের ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই সংস্থাটির সঙ্গে চুক্তি করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা মহাকাশে স্পেস আবিষ্কার করবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা হয়ত বিভিন্ন গ্রহে বসবাস করবে, তাদের জন্যই এই চুক্তি করা হয়েছে।’
বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘ভবিষ্যতে পৃথিবীর বাইরে মহাকাশের অন্যান্য গ্রহেও মানুষের বসবাস উপযুক্ত জায়গা খোঁজাকে ভিত্তি করে আর্টেমিস অ্যাকর্ডস নামে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগে এর আগে পৃথিবীর ৫৩টি দেশ ইতিমধ্যেই স্বাক্ষর করেছে। আমরা ৫৪তম সদস্য হিসেবে এতে যোগদান করলাম।’
তিনি বলেন, তবে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত ২০ থেকে ৩০ বছর সামনে যেতে হবে। আমাদের বর্তমান যুব সমাজ বৈশ্বিক। তারা আশাও করে বৈশ্বিক। ২০ বছর পরে বাংলাদেশও স্পেসে একটা পজিশন নিতে পারবে এবং বিজ্ঞানেও আমাদের একটা উন্নয়ন হবে।