অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কার্যকলাপ প্রচার করে ১০০ টিরও বেশি বিজ্ঞাপন থেকে লাভবান হয়েছে মেটা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
বিজ্ঞাপনগুলোতে ফিলিস্তিনিদের বাড়িঘর, স্কুল এবং খেলার মাঠ ভেঙে ফেলার আহ্বানও রয়েছে। কেউ কেউ গাজায় কর্মরত ইসরায়েলি সামরিক ইউনিটগুলোর বসতি তৈরি করার জন্য অনুদানও চেয়েছেন।
বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের মধ্যে একটি হল রামাত আদেরেট নামে একটি ফেসবুক পেজ, যেখানে সৌনা, জ্যাকুজি এবং কোল্ড প্লাঞ্জের মতো সুবিধাসহ বিলাসবহুল অ্যাপার্টমেন্ট প্রচার করা হচ্ছে।

আর্থিক তথ্য সংস্থা পিচবুকের মতে, ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এই কোম্পানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরায়েল থেকে তহবিল পেয়েছে।
পশ্চিম তীরের মা’আলে আদুমিম এবং ইফরাতের বসতিতে অবস্থিত মার্কেটিং হোমস গাবাই রিয়েল এস্টেট কর্তৃক আরও ৪৮টি বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে ।

কমপক্ষে ৫২টি বিজ্ঞাপন ইসরায়েলি রিয়েল এস্টেট সংস্থাগুলো যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ক্রেতাদের লক্ষ্য করে পোস্ট করেছে।
এ বিষয়ে মেটা এখন পর্যন্ত কোন মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে, সেখানে ইসরায়েলি বসতি স্থাপন এবং হাউজিং ব্যবসা করে প্রচুর মুনাফা করাই ইসরায়েলের লক্ষ্য।
এদিকে, সোমবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, এখন পর্যন্ত ৫০ শতাংশ গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
গাজায় চলমান পরিস্থিতি বর্ণনা করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি।