‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত ‘।- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে- বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা.মোঃ আল মামুনের সভাপতিত্বে- আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জয়পুরহাটের ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, মেডিকেল অফিসার ডা.শহীদ হোসেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জোবায়ের আল মাহমুদ ফয়সাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় প্রমুখ।