ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

জয়পুরহাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মনোনয়ন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হচ্ছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়- রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম

জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে- আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্থানীয় ক্রীড়া সংগঠক রাশেদুল হাসান, রফিকুল ইসলাম বিট্টু, শাহজাহান আলী শাজু ও শমলেন বিশ্বাস।

আলোচনা সভা শেষে- জেলা কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ডিসি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।

দিবসটি উপলক্ষে পরে কালেক্টরেট মাঠে ছেলে ও মেয়েদের পৃথক কাবাডি ও কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন