ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ড. ইউনূস

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে সম্মেলনে যোগ দেন তিনি।

সম্মেলন শুরু আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য বিমসটেক নেতৃবৃন্দ মিয়ানমার ও থাইল্যান্ডের সাম্প্রতিক ভূমিকম্পে হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে আজ প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বসার কথা রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হয়। নৈশভোজে একই টেবিলে তারা পাশাপাশি বসেন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন