অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।
বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বক্তব্য রাখেন।

চারদিনের চীন সফর শেষে আজ সন্ধ্যায় তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকিং ইউনিভার্সিটি কাউন্সিলের চেয়ারম্যান হে গুয়াংচাই উপস্থিত ছিলেন।