ঢাকা | সোমবার
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান সহ ৮ দফা দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি প্রদান সহ ৮ দফা দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ ৮দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ( বিডিইআরএম) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে- আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের শহীদ বিশাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর নেতা অ্যাডভোকেট বাবুল রবিদাসের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকার নটরডেম কলেজের সাবেক অধ্যাপক ম, নুরুন্নবী , জেলা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি দেওয়ান বদিউজ্জামান বদি, জেলা সাম্যবাদী দলের সমন্বয়ক অধ্যাপক আবু মুসা, জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের নেতা মনু হরিজন, সুধীর হরিজন, কাঞ্চন হরিজন প্রমুখ।

অ্যাডভোকেট বাবুল রবিদাস তার বক্তব্যে আগামীর সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহ তাদের ৮দফা দাবি জনসমক্ষে তুলে ধরেন।

উল্লেখ্য, গত ২১মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য দিবস হলেও দিবসটি উপলক্ষে জয়পুরহাটে বৃহস্পতিবার এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন