ঢাকা | রবিবার
৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জয়পুরহাটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে- প্রত্যুষে শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ৩১বার তোপধ্বনির পর সূর্যোদয়ের সাথে সাথে পার্শ্ববর্তী শহীদ ডা.আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সর্ব প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এর পর পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসক (রাজস্ব)সবুর আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আবু রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান সহ একে একে বিভিন্ন সরকারি- বেসরকারি-সায়িত্ব শাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।।
এর পর সকাল ৯টায় জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস ও গার্লস গাইডের মার্চপাস্ট ও কুচকাওয়াজ, সকাল সাড়ে ১০টায়- বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন, পুরস্কার বিতরণ, শিশু একাডেমিতে শিশুদের রচনা,আবৃত্তি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলার সকল হাসপাতাল, জেল খানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবাযত্ন কেন্দ্র সমূহে উন্নতমানের খাবার পরিবেশন, সুবিধাজনক সময়ে-জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বিকালে সার্কিট হাউস মাঠে প্রীতি ফুটবল, শহিদ ডা. আবুল কাশেম ময়দানে- শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শন, পৌর কমিউনিটি সেন্টারে- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ ছাড়া শিশুদের জন্য- সকাল থেকে বিকাল পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত ছিল- জয়পুরহাট শিশু উদ্যান, ডিসি পার্ক, দি ফ্রেন্ডস আইল্যান্ড এবং বিনা টিকিটে দর্শনের ব্যবস্থা ।

সংবাদটি শেয়ার করুন