নির্ধারিত সময়ের চার দিন পরও ঈদ বোনাস পায়নি দেশের দুই শতাধিক পোশাক কারখানার শ্রমিকরা। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)
বিজিএমইএ তথ্য অনুযায়ী, ২৪ রমজান পর্যন্ত এক হাজার ৯০০টি কারখানা শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করেছে। যা মোট কারখানার ৯০ শতাংশের বেশি। অথচ ২০ রোজার মধ্যে শতভাগ প্রতিষ্ঠানে ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা ছিল।
চলতি মাসের আংশিক বেতন পরিশোধ করেছে ১৯৯টি প্রতিষ্ঠান। আর ৪২টি কারখানায় এখনও জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন বাকি রয়েছে। বেতন-বোনাস নিয়ে ২৪৫টি কারখানায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে বিজিএমইএ। তবে বেতন-বোনাস পরিশোধ করা প্রতিষ্ঠান গুলোতে পর্যায়ক্রমে ছুটি শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে।