ঢাকা | বৃহস্পতিবার
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে জরুরি অবস্থা জারির খবরটি গুজব: স্বরাষ্ট্র সিনিয়র সচিব

দেশে জরুরি অবস্থা জারির খবরটি শুধুই গুজব (গালগল্প) বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেন্স টু বাংলাদেশ’ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাহিনী দেশকে নিরাপত্তা দিতে পারছে না। কেউ কেউ দেশে জরুরি অবস্থা জারির কথা বলছেন, এই ধরনের সম্ভাবনা কিংবা আলোচনা আছে কি না- জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, ‘ এগুলো গসিপ, আলাপ-আলোচনা হচ্ছে। দু’একজন কথা বলছেন, এ সম্পর্কে আমার কোনো কমেন্ট নেই। তিনি বলেন, ‘আমাদের যেভাবে কাজ আছে সেটা আমরা জারি রাখবো। সেভাবেই চলতে থাকবে।

সামনে ঈদের নয় দিনের দীর্ঘ ছুটি। মানুষের নিরাপত্তার বিষয় যদি কিছু বলেন- এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, ‘আমরা ভিজিলেন্সি একটুও কমাইনি। শুধু যে পুলিশের সাধারণ টহল হচ্ছে তাই নয়, আমাদের মন্ত্রণালয় থেকে একটি তালিকা করা আছে, প্রতি রাতে দুজন অফিসার ঢাকা শহরে টহল কতদূর হচ্ছে না হচ্ছে, সেটা তারা সরাসরি গিয়ে দেখছেন। আমরা সতর্ক রয়েছি। বরাবর ঈদের সময় যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয় তার সবগুলোই এবারও নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সতর্ক থাকবো যেন অপ্রীতিকর কিছু না ঘটে।

কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘আমার নলেজে নেই, নরমাল যেমন ঝুঁকি থাকে সবকিছু সেরকমই আছে।’

সংবাদটি শেয়ার করুন