বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
রোববার (২৩ মার্চ) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নেয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়া জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় দাইয়ু বাংলাদেশ লিমিটেড নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে গত দুইদিন যাবত কারখানার ভেতরেই বিক্ষোভ করে আসছিল।
এরই ধারবাহিকতায় শ্রমিকরা আজ সকাল ৮টার দিকে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘণ্টা পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।