ইসরায়েলি বিমানবাহিনী থেকে গাজায় লিফলেট ফেলা হয়েছে। সেখানে লেখা ছিল— গাজার সব মানুষ যদি মাটির সঙ্গেও মিশে যায়, তাতে দুনিয়ার কিছুই বদলাবে না। কেউ তোমাদের নিয়ে ভাববে না, কেউ তোমাদের ব্যাপারে জানতেও চাইবে না।
গাজায় চলছে ইতিহাসে অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। যুদ্ধবিরতির পর গত মঙ্গলবার আকস্মিকভাবে গাজায় ফের হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। সে সময় থেকে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ২০০ শিশু ও ১১০-এর বেশি নারী নিহত হয়েছেন। আর এক সপ্তাহে মোট নিহতের সংখ্যা অন্তত ৭০০ বলে জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তবে এ হত্যাযজ্ঞ সহসাই শেষ হওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
মিডল ইস্ট আই সহ মধ্যপ্রাচ্যভিত্তিক বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী থেকে গাজায় লিফলেট ফেলা হয়েছে। সেখানে লেখা ছিল— গাজার সব মানুষ যদি মাটির সঙ্গেও মিশে যায়, তাতে দুনিয়ার কিছুই বদলাবে না। কেউ তোমাদের নিয়ে ভাববে না, কেউ তোমাদের ব্যাপারে জানতেও চাইবে না।
গাজার একমাত্র ক্যানসার হাসপাতালটিও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হাতে তুর্কি-ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল ধ্বংস হওয়া একটি ‘জঘন্য অপরাধ’।