গ্যাস নিয়ে দুর্ভোগ কাটছেই না রাজধানীবাসীর। শীত আসার পর থেকে ঢাকার ২০টি এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। সারাদিন কোনো গ্যাস না থাকায় সন্ধ্যার আগে চুলা জ্বলে না এসব জায়গায়। শীতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে গ্যাস সংকট বেড়েছে বলে দাবি করেছে তিতাস।
গ্যাস সংকটের অন্যতম স্থান রাজধানীর টিকাটুলি। সকাল গড়িয়ে দুপুর হওয়ার পরও গ্যাসের দেখা পাওয়া যায় না এই এলাকায়। গ্যাস থাকলেও প্রেশার এত কম থাকে যে তাতে কিছুই করা যায় না। স্থানীয় বাসিন্দারা জানান, বছর জুড়েই এখানে গ্যাস সংকট থাকে, যা শীতকালে আরও প্রকট হয়।
টিকাটুলী ছাড়াও ঢাকার উত্তরা, পশ্চিম রামপুরা, বনশ্রী, মিরপুরের একাংশ, যাত্রাবাড়ী, শ্যামলী ও পুরান ঢাকার অনেক এলাকায় দিনের বেলা গ্যাস নিয়ে দুর্ভোগ পোহাতে হয় এসব এলাকার বাসিন্দাদের।
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সংকটের বিষয়টি স্বীকার করে তিতাস কর্মকর্তারা বলেন, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে, শীতের কারণে পাইপলাইনে গ্যাস সঞ্চালন বাধা পাওয়ার কারণেই এই সংকট।
রাজধানীতে গ্যাসের সরবরাহ লাইনের বেশিরভাগ অংশই পুরোনো ও সংকীর্ণ। এসব লাইনের সংস্কার ছাড়া আবাসিকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয় বলেও জানিয়েছেন তিতাসের কর্মকর্তারা।
আনন্দবাজার/ডব্লিউ এস