কুমিল্লার সীমান্ত এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৬ হাজার ৭৭০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৫ মার্চ) বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন-১০ অধিনায়ক লে. কর্নেল এএম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্ত থেকে ৭ কিলোমিটার ভেতরে মালিকবিহীন অবস্থায় চালগুলো উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যানুযায়ী, জব্দকৃত চালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা। জব্দ করা চাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।