জয়পুরহাটে জেলার বিভিন্ন উপজেলার ২৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এসব ইটভাটা মালিকদের মোট ১৮লাখ ১০হাজার টাকা জরিমানা (অর্থ দন্ড)আদায় সহ ৯টি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মহামান্য হাইকোর্টের আদেশক্রমে জয়পুরহাট জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে জেলার ডেপুটি কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আকতার চৌধুরীর নির্দেশনাক্রমে সপ্তাহব্যাপী এ অভিযান পরিচালিত হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, জয়পুরহাট জেলার সদর, পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় মোট ৩০টি অবৈধ ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৪টিতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত মোট ১৮লাখ ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে এবং ৯টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অবশিষ্ট অবৈধ ইটভাটা গুলোতেও এ অভিযান পরিচালনা করা হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে মূলত: উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এ অভিযান পরিচালনা করেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও পরিদর্শক, পুলিশ বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মচারীবৃন্দ এ অভিযান গুলোতে উপস্থিত ছিলেন।