ঢাকা | রবিবার
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে সমন্বয়কের বাবাকে গুলি করে হত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বাড়িতে ঢুকে গুলি করে হাবিবুল হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। এ সময় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাত ১০ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফাইস্যাখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাবিবুল হুদা চৌধুরী কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদার বাবা।

স্বজনদের দাবী, ৫ আগস্টের পর স্থানীয় অপসারিত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন করাকে কেন্দ্র করে কয়েক দফায় কথা-কাটাকাটি হয় সাদিদের পরিবারের। পরে শুক্রবার বিকেলে সাদিদ ও তার পরিবারের কয়েকজনের উপর হামলা করে সাবেক ইউপি চেয়ারম্যান রাজ্জাক ও তার সাঙ্গ-পাঙ্গরা।

এই ঘটনায় পুলিশের সহযোগিতা চেয়েও পাননি বলে দাবী করেন তারা। পরে রাত ১০ টার দিকে রাজ্জাক চেয়ারম্যানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী পুনরায় তাদের বাড়িতে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। এতে সমন্বয়ক সাদিদের বাবা হাবিবুল হুদা, তার ফুফু কোহিনুর সিদ্দিকা ও খালা খদিজা বেগম গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে হাবিবুলকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন