ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার দুপুরে জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে- শহরের জয়পুরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক লায়লুন নাজমা বেগমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন ও জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু বকর সিদ্দিক, টিউলিপ মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস ঝরনা, নাবিলা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাহেদা কামাল, ছাত্র প্রতিনিধি রাওফি হাবিবা শশী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন