ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির দোনেৎস্ক অঞ্চলের একটি শহর ডোব্রোপিলিয়াতে রাশিয়ার হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
শুক্রবার গভীর রাতে হামলায় আটটি আবাসিক ভবন এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক জরুরি পরিষেবা। শহরটি রাশিয়ার দখলে থাকা ডোনেটস্ক শহরের উত্তর-পশ্চিমে অবস্থিত। প্রথম হামলার পর লাগা আগুনে নেভানোর সময় জরুরি প্রতিক্রিয়াকারীদের উপর দ্বিতীয় হামলা চালানো হয় বলেও দাবি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে রাশিয়ান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছিল ইউক্রেন। এদিকে আগামী সপ্তাহে সৌদিতে ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকের আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে সৌদি এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য তার চলমান প্রচেষ্টার পুনর্নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, “রাশিয়ার সঙ্গে একটি শান্তিচুক্তির খসড়া প্রস্তুতের জন্য আমরা ইউক্রেনের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি। আগামী সপ্তাহে সৌদিতে সেই বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি সেখানে উপস্থিত থাকব।”




