দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠির সাথে জনসংযোগ শীর্ষক সেমিনার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১২টায় জনশক্তি কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় আয়োজিত জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের তত্বাবধানে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, টিটিসির অধ্যক্ষ এসএম রেজাউন করিম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মোশারফ হোসেন, বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা আতিকুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।
সেমিনারে জয়পুরহাট জেলায় পিছিয়ে পড়া জনসাধারণকে জনশক্তিতে রুপান্তরিত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। বিদেশগামী জনসাধারণ যাতে ধোকার স্বীকার না হন সেকারনে সকলকে দালালদের দ্বারা প্রতারিত না হয়ে জেলা জনশক্তি অফিস কিংবা টিটিসির সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়।