বৈধ লাইসেন্স না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলার জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলার ৪টি ইটভাটার মালিকের মোট ৩লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করেছে- ভ্রাম্যমান আদালত ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জয়পুরহাটের সহকারী কমিশনার(ভূমি), রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে জয়পুরহাট সদর উপজেলার মহাম্মাদাবাদ ইউনিয়নের বেলআমলা, কুজিশহর ও খয়েরদাড়া এলাকায় মেসার্স বসুন্ধরা ব্রিকস, মেসার্স এইচ এম বি ব্রিকস ও মেসার্স জেড এম বি ব্রিকস নামের ইটভাটায় ভ্রাম্যমাণ মোবাইল পরিচালনা করা হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮(১)ধারা অনুযায়ী ৩টি ইটভাটা মালিকের মোট ২লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রায় একই সময়ে জেলার পাঁচবিবিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে উপজেলার রাধানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারা অনুযায়ী মেসার্স নিপ্র ব্রিক্স নামক ইটভাটা মালিকের ১লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন উপস্থিত ছিলেন।




