ঢাকা | রবিবার
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাটে রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা

জয়পুরহাটে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে- বৃহস্পতিবার সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সার্কেল)আরিফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার,জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সভাপতি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন, ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া ও জয়পুরহাট অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী হাসান সাংবাদিক মোঃ সাখাওয়াত হোসেন বিপু সহ প্রমুখ

সভায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও স্থিতিশীল রাখার লক্ষ্যে- নিয়মিত বাজার মনিটরিং, ভেজাল, রঙ মিশ্রিত ও একই তেলে বারবার তৈরিকৃত- ক্ষতিকর ইফতার সামগ্রী বিক্রি না করা, রাস্তার পাশে খোলা উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী তৈরি বন্ধ সহ অধিক মুনাফা লাভের আশায় অতিরিক্ত মূল্যে কোন পণ্য বিক্রি না করা ইত্যাদি বিষয়ে গুরুপ্তারোপ করে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন