ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া খনিজ চুক্তি স্বাক্ষর করবে না ইউক্রেন

নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করবে না ইউক্রেন। দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল একথা জানিয়েছেন। তিনি জানান, “ইউক্রেনের প্রেসিডেন্ট (ভলোদিমির জেলেনস্কি) বা ইউক্রেনের সরকার কেউই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া চুক্তিটি বিবেচনা করবে না এবং স্বাক্ষর করবে না।”

ইউক্রেনীয় টিভির সাথে কথা বলার সময়, শমিহাল বলেছেন যে প্রাথমিক চুক্তিতে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি “বিনিয়োগ তহবিল” গঠন করা হবে। কিয়েভ এবং ওয়াশিংটন “সমান শর্তে” তহবিল পরিচালনা করবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে দুই সপ্তাহের ধারাবাহিক আলোচনার সময় খনিজ চুক্তি “বাস্তবভাবে চূড়ান্ত সংস্করণে” সম্মত হয়েছিল। তবে নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনও কথাবার্তা চলছে।

ইউক্রেন-যুক্তরাষ্ট্র খনিজ চুক্তির আলোচনা এবং রাশিয়ার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যুদ্ধ থামাতে আলোচনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলের প্রধান বলেছেন, পূর্ব ইউক্রেনের শহর কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও আটজন আহত হয়েছে।

টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে ভাদিম ফিলাশকিন বলেছেন প্রাথমিক তথ্য থেকে জানা যায় রাশিয়া তিনটি গাইডেড এরিয়াল বোমা নিক্ষেপ করেছে। তার কথায়, “সম্প্রতি, কোস্ত্যন্তিনিভকাতে বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ান হামলা আরও ঘন ঘন হয়ে উঠেছে”, তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে এটি এখন “শহরে থাকা বিপজ্জনক”। ফিলাশকিন রাশিয়ান বোমা হামলার পর ধ্বংসপ্রাপ্ত বাড়ি এবং একটি গভীর গর্ত দেখানো একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন