ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত সর্ম্পক স্বাভাবিক করতে সম্মত দুই দেশ

গত ৫ আগস্টের পর বাংলাদেশ নিয়ে মিথ্যাচারে নামে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের পক্ষ থেকেও মেলেনি ইতিবাচক মনোভাব। এই তিক্ততার মধ্যেই সম্প্রতি বাংলাদেশ সফর করে যান, দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আশা প্রকাশ করেন, সব চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে সর্ম্পক স্বাভাবিকের।

যদিও তাতে ভ্রুক্ষেপ নেই দেশটির গণমাধ্যম। থামেনি বাংলাদেশ নিয়ে অপপ্রচার। এরই মাঝে বাড়তি উত্তেজনা তৈরি হয় সীমান্ত ঘিরে। এমন পরিস্থিতিতে মাস্কটে দ্বিতীয় বৈঠকে বসে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কূটনীতিকরা। প্রায় ত্রিশ মিনিটের বৈঠকে ঢাকা সফরে আমন্ত্রণ গ্রহণ করেছে দিল্লী বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

যদিও পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের বৈঠকে কোন আলোচনা হয়নি পলাতক সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুটি। তিনি আরও বলেন, ভিসা জটিলতাসহ কিছু বিষয়ে জটিলতা থাকলেও অস্বস্তি কাটছে বাণিজ্যিক সম্পর্কে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পাকিস্তানের সাথে বাংলাদেশের সর্ম্পক স্বাভাবিক হওয়া নিয়েও কোন প্রশ্ন তুলেনি ভারত।

সংবাদটি শেয়ার করুন