জয়পুরহাটে পৌর শহরের জামালগঞ্জ রোডের রওশন ক্লিনিকের সামনে থেকে সরদার পাড়া মহল্লা হয়ে ম্যাজিস্ট্রেট কোয়ার্টার সংলগ্ন রবিউল ইসলামের বাড়ি পর্যন্ত ৭৮০মিটার দীর্ঘ লিংক রোড কার্পেটিং সহ সংস্কার (উন্নয়ন) কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ সড়ক উন্নয়ন (সংস্কার) কাজের উদ্বোধন করেন- জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত ডেপুটি কমিশনার মোঃ সবুর আলী।
এ সময় অন্যান্যের মধ্যে- নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী- আবু জাফর মো: রেজা ও উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান মিজান উপস্থিত ছিলেন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি- এডিপি’র অর্থায়নে ২০২৪-২৫ইং অর্থবছরে কার্পেটিং রাস্তা সংস্কার করণ প্রকল্পের আওতায় এ জন্য ব্যয় করা হচ্ছে- প্রায় ৩০লাখ টাকা।
জয়পুরহাট পৌরসভার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে- সড়কের এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে- স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান- মেসার্স তালুকদার ট্রেডার্স। প্যাকেজের শর্তানুসারে (চলতি বছরের) আগামী ৫আগস্টের মধ্যে এ সড়ক উন্নয়ন কাজ শেষ হবার কথা রয়েছে।




