উন্মোচিত হয়েছে ড. মিজানুর রহমান আজহারির ‘এক নজরে কুরআন’। প্রকাশনা প্রতিষ্ঠান ‘সত্যায়ন প্রকাশন’ আয়োজনে বুধবার রাজধানীর শেরাটন হোটেলে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও ‘সত্যায়ন প্রকাশন’-এর কর্ণধার ইসমাইল হোসাইন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আইনজীবী, ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গ্রন্থটি অমর একুশে বইমেলায় পাওয়া যাবে।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের সকল ক্ষেত্রে কুরআনের প্রাসঙ্গিকতার ওপর জোর দেন। তারা বলেন, সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে কুরআনের ভূমিকা অপরিসীম। সমাজের সর্বস্তরে কুরআনের পঠন-পাঠন ও গবেষণা বৃদ্ধির মধ্য দিয়ে একটি আদর্শ সমাজ-রাষ্ট্র গড়ে উঠবে। আর সব শ্রেণি-পেশার মানুষের কাছে কুরআনের বার্তাকে সহজবোধ্য করে তুলে ধরবে ‘এক নজরে কুরআন’ বইটি।
বক্তারা আরও বলেন, ‘এক নজরে কুরআন’ বইটি বাংলা-ইসলামি-সাহিত্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ব্যতিক্রমধর্মী এ-ধারার বই বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে উন্মোচন করবে জ্ঞানের এক নতুন দুয়ার। বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিতে কুরআন-পর্যালোচনার সুযোগ পাবেন প্রতিটি মানুষ।