জয়পুরহাটে জেলা পর্যায়ে দ্বিতীয় দফায় কাতার রেড ক্রিসেন্টের সহায়তায়- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের উদ্যোগে- আরো ২০০পিস কম্বল বিতরণ করা হয়েছে ।
রোববার বিকালে শহরের মরহুম মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে- সহকারি কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক (ইউনিট অ্যাফেয়ার্স) নাজমুল সাহাদাত জেলার সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন ।
এ সময় সেখানে অন্যান্যের মধ্যে- সাংবাদিক সাখাওয়াত হোসেন বিপু সহ জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই স্থানে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের পক্ষ থেকে- জেলার দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে ৫০০পিস কম্বল বিতরণ করা হয়েছিল। এ নিয়ে আজকের ২০০ পিস নিয়ে জয়পুরহাট জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির- ৭০০ অসহায় শীতার্তদের মাঝে একটি করে মোট ৭০০পিস কম্বল বিতরণ করা হল।