ঢাকা | সোমবার
১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

জয়পুরহাটে জেলা পর্যায়ে দ্বিতীয় দফায় কাতার রেড ক্রিসেন্টের সহায়তায়- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের উদ্যোগে- আরো ২০০পিস কম্বল বিতরণ করা হয়েছে ।

রোববার বিকালে শহরের মরহুম মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে- সহকারি কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক (ইউনিট অ্যাফেয়ার্স) নাজমুল সাহাদাত জেলার সুবিধা বঞ্চিত দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন ।

এ সময় সেখানে অন্যান্যের মধ্যে- সাংবাদিক সাখাওয়াত হোসেন বিপু সহ জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে একই স্থানে রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট জেলা ইউনিটের পক্ষ থেকে- জেলার দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে ৫০০পিস কম্বল বিতরণ করা হয়েছিল। এ নিয়ে আজকের ২০০ পিস নিয়ে জয়পুরহাট জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির- ৭০০ অসহায় শীতার্তদের মাঝে একটি করে মোট ৭০০পিস কম্বল বিতরণ করা হল।

সংবাদটি শেয়ার করুন