ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙচুরের ঘটনা ‘শক্তভাবে প্রতিহতের’ ঘোষণা অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তী সরকার সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, তারা নাগরিকদের নিরাপত্তায় প্রস্তুত এবং সহিংসতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।

বৃহস্পতিবার রাতে জারি করা বিবৃতিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরকে “অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত” উল্লেখ করা হয়। পাশাপাশি ভারতে পলাতক অবস্থায় শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের জেরে জনমনে ক্রোধ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এর আগে দু’দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের প্রতিকৃতিতে ভাঙচুরের ঘটনায় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন ওঠে। নতুন বিবৃতিতে সরকার স্পষ্টভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন