‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে- ‘ তারুণ্যের উৎসব ২০২৫ ‘ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে- বৃহস্পতিবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
এতে দেশ ও জাতির উন্নয়নে যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে- যুব উন্নয়নের অপ্রাতিষ্ঠানিক ও উদ্যোক্তা ট্রেডে ৯০প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়।