ঢাকা | বুধবার
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৪ দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জয়পুরহাটে ৪ দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জয়পুরহাটে বৃহস্পতিবার থেকে ৩দিনব্যাপী ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

বিকালে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে- জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আনুষ্ঠানিক ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন- প্রধান অতিথি ডেপুটি কমিশনার আফরোজা আকতার চৌধুরী।

জেলা শিক্ষা অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

অন্যান্যের মধ্যে- অতিরিক্ত ডেপুটি কমিশনার সবুর আলী , সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম,কালাই উপজেলা সহকারী কমিশনার ভুমি ইফতেকার রহমান সহ উপস্থিত ছিলেন।

ছাত্র ও ছাত্রী পৃথক গ্রুপে- অ্যাথলেটিক্স, সাইক্লিং, ভলিবল, হকি, টেবিল টেনিস, ক্রিকেট,ব্যাডমিন্টন ইত্যাদি সহ মোট ৪৩টি ইভেন্টে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায়- (গত ৩, ৪ ও ৫ জানুয়ারি) জেলার পাঁচ উপজেলায় অনুষ্ঠিত এ ক্রীড়া প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী প্রতিযোগীরা অংশগ্রহণ করছে ।

উল্লেখ্য, বৃহস্পতিবার উদ্বোধনী দিনে- শুধুমাত্র ছাত্রদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন