বাহারি স্বাদের সব পিঠার সমাহারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হলো শীতকালীন পিঠা উৎসব। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরতে এবং বিভিন্ন জেলার সংস্কৃতি ও পিঠাকে ফুটিয়ে তুলতেই এ আয়োজন করে বিভাগটির শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে এ আয়োজন শুরু হয়। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠাপুলির প্রদর্শনী ও বেচাকেনার আয়োজন করে।
পিঠা উৎসবের আয়োজক ও বিভাগের শিক্ষার্থী ফাহমিদা জাহান আনিকা বলেন, পড়াশোনার পাশাপাশি বছরে এরকম একটা উৎসবের দিন থাকা অত্যন্ত জরুরী বলে মনে করি। ব্যস্ততম একটি সপ্তাহ কাটানোর পর উৎসবের দিন যখন সকলে একত্রে আনন্দ করতে পারলাম তখন মনে হচ্ছে কষ্টগুলো সার্থক। শিক্ষক-শিক্ষার্থী সকলে মিলে অনেক ভালো একটি দিন কাটালাম। ইনশাআল্লাহ নৃবিজ্ঞানে এরকম দিন আরো অনেক আসুক।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য খুব দরকার। পড়াশোনার পাশাপাশি এসব আয়োজন শিক্ষার্থীদের আরো বেশি সৃজনশীল করে তুলে। শীতকালীন আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এমন আয়োজন দেখে খুশি শিক্ষক- শিক্ষার্থীসহ সকলে। এছাড়া নৃবিজ্ঞান বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক- শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।