‘ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি আমাদের মূল লক্ষ্য’ এই শ্লোগান নিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটোরিয়ার দ্বিতীয় তলায় নবীন বরণ ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সোহাগ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা লিগ্যাল এইড এর সিনিয়র সহকারী জজ মিজানুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আল রাফাত প্রমুখ।
প্রধান অতিথি কর্নেল (অব.) মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে পড়াশোনায় আরও মনোযোগী হতে পরামর্শ দেন। পড়াশোনার পাশাপাশি তাদেরকে ডিবেটিং, ক্লাব সাইন্স ক্লাব, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান। পরে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।




