ঢাকা | বৃহস্পতিবার
১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জাতীয় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’।- এ প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায়- জয়পুরহাট জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী ।

বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ও জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ রুহুল আমিন ।

অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভিন বক্তব্য রাখেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- জেলা নিরাপদ খাদ্যকর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া ।

এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন